Site icon Jamuna Television

নাটোরে ১৬ জন ইমো হ্যাকার গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

নাটোরের লালপুর থেকে ১৬ জন ইমো হ্যাকারকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। মঙ্গলবার রাতে উপজেলার মোহরকয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে র‍্যাব-৫ এর অধিনায়ক জিয়াউল রহমান তালুকদার জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৬ জন ইমো হ্যাকারকে গ্রেফতার করে তারা।

গ্রেফতারকৃতরা দীর্ঘদিন থেকেই ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের ‘ইমো’ ব্যবহারকারীদের ইমো হ্যাক করতো। তারপর ভুক্তভোগীর পরিচিতজনদের সঙ্গে প্রতারণা করে মোবাইলের মাধ্যমে অর্থ হাতিয়ে নিতো। এ ব্যাপারে লালপুর থানায় ওই ১৬ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো, পাপ্পু, আজিম, অন্তর, স্বাধীন, সজীব আলী, ফরিদ উদ্দিন, রবিউল ইসলাম, মোহন সরকার, শাহপরান সরকার, আশিকুর রহমান বিন্টু, মহিন, শাহাবুল ইসলাম, রুবেল হোসেন, আলম হোসেন, সিরাজুল ইসলাম, ও নাজিম আলী।

Exit mobile version