Site icon Jamuna Television

ঘূর্ণিঝড় ইয়াসে ভারতে অন্তত ৪ জনের প্রাণহানি

ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে ভারতে প্রাণ হারালেন কমপক্ষে ৪ জন। ওড়িষাতেই তিন এবং বাকি একজনের মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয় ঘূর্ণিঝড় ইয়াস। বাতাসের গতিবেগ রয়েছে ঘণ্টায় ৭৫ থেকে ৮৫ কিলোমিটার। ঝড়টির ঘূর্ণণবেগ সর্বোচ্চ ৯৫ কিলোমিটার।

ওড়িষার মুখ্যমন্ত্রী নবীন পাটনায়েক জানিয়েছেন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকা বালেশ্বর, ভদ্রক, জগৎসিংপুর এবং কেন্দ্রপাড়া।

এদিকে পশ্চিমবঙ্গে দুর্ভোগে এক কোটি মানুষ, ক্ষতিগ্রস্ত ৩ লাখের মতো ঘরবাড়ি। উপকূলীয় এলাকাগুলোয় ভেঙেছে ১২৪টির মতো বাঁধ। আজ বৃহস্পতিবার (২৭ মে) ভোরে এমন পরিসংখ্যান দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ঘূর্ণিঝড় ইয়াসের প্রকোপে সেচ, কৃষি ও মৎস্যক্ষেত্রে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে।

গতকাল বুধবার (২৬ মে) সকালে ওড়িষা উপকূলে ১৫৫ কিলোমিটার গতিবেগে আঘাত হানে ঘূর্ণিঝড় ইয়াস।

Exit mobile version