Site icon Jamuna Television

প্রতারণা ও অপহরণের অভিযোগে আইসিএলের এমডি আটক

আইডিয়েল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (আইসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক এইচ এন এম শফিকুর রহমান ও তার স্ত্রী শামসুর নাহারকে আটক করেছে র‍্যাব- ৪।

রাজধানীর বাংলামোটরের বাসা থেকে গতকাল (২৬ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‍্যাব জানায়, আইসিএলের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, প্রতারণা ও অপহরণের অভিযোগ রয়েছে।

এছাড়াও শফিকুর রহমানের নামে একাধিক মামলার ওয়ারেন্ট আছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব আরও জানায়, অধিক মুনাফার লোভ দেখিয়ে সাধারণ মানুষের টাকা হাতিয়ে নিয়েছে সে। গ্রাহকরা টাকার লভ্যাংশসহ টাকা ফেরত নিতে গেলে তাদেরকে হুমকি ও অপহরণ করা হতো।

এর আগেও অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে সে আটক হয়েছিলো বলে জানায় র‍্যাব।

Exit mobile version