Site icon Jamuna Television

বিশ্বের একমাত্র দেশ হিসেবে মাসে লাখের ওপর মৃত্যু ভারতে

india corona

বিশ্বের একমাত্র দেশ হিসেবে মাসে করোনার প্রকোপে লাখের ওপর মৃত্যু দেখলো ভারত। যদিও সেখানে কিছুটা কমেছে করোনাভাইরাসে দৈনিক মৃত্যু ও সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৮৪২ জন।

গতকাল বুধবারও (২৬ মে) দু’লাখ ১১ হাজারের বেশি মানুষের শরীরে নতুনভাবে শনাক্ত হলো ভাইরাসটির উপস্থিতি।

প্রাণহানির দিক থেকে শীর্ষ অবস্থানে তামিলনাড়ু। সাড়ে ৩৩ হাজারের বেশি মৃত্যু দেখলো দক্ষিণের এ রাজ্যটি। এরপরই রয়েছে কেরালা, কর্ণাটক ও মহারাষ্ট্র।

রাজ্যগুলোয় ২৫ থেকে ৩০ হাজারের মধ্যে মোট প্রাণহানি। দেশটিতে করোনাভাইরাসে মোট প্রাণহানি ৩ লাখ ১৫ হাজার ছাড়ালো। মোট শনাক্ত দুই কোটি ৭৩ লাখের বেশি।

Exit mobile version