Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে এলোপাতাড়ি গুলিতে ৮ জন নিহত, আততায়ীর আত্মহত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এলোপাতাড়ি গুলি চালিয়ে ৮ জনকে হত্যা করলো এক বন্দুকধারী। গতকাল বুধবার (২৬ মে) পুলিশ অভিযান চালালে আত্মহত্যা করেন আততায়ী।

পুলিশের তথ্য অনুসারে, সান জোসে রেইল ইয়ার্ডে চালানো হয় হামলাটি। সকাল পৌনে ৭টার দিকে দফতরেই এলোপাতাড়ি গুলি ছোঁড়ে ৫৭ বছরের স্যামুয়েল ক্যাসিডি। হতাহতরা সবাই ভ্যালি ট্রান্সপোর্টেশন অথরিটির কর্মী। পুলিশ পাল্টা অভিযান চালালে নিজের মাথায় গুলি চালিয়ে দেন ওই কর্মকর্তা।

তার সাবেক স্ত্রী জানিয়েছেন, প্রায়ই রাগের মাথায় সহকর্মীদের খুনের কথা বলতেন ক্যাসিডি। কিন্তু কখনো ম্যাস শুটিং চালাবেন সেটা ভাবেনি ক্যাসিডির সাবেক স্ত্রী। হামলার আগেই তার বাড়িতে হয় অগ্নিকাণ্ড।

পুলিশ সন্দেহ করছে, প্রয়োজনীয় নথিপত্র ধ্বংসের জন্যেই এ অপতৎপরতা।

Exit mobile version