Site icon Jamuna Television

আঘাত না হানলেও ক্ষতচিহ্ন রেখে গেছে ঘূর্ণিঝড় ইয়াস

সরাসরি বাংলাদেশ উপকূলে আঘাত না হানলেও অনেক ক্ষতচিহ্ন রেখে গেছে ঘূর্ণিঝড় ইয়াস।

ভোলা ও ফেনীতে মারা গেছে শিশুসহ তিনজন। ঝড়ের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় হয় জলোচ্ছ্বাস। অনেক জায়গায় বাঁধ ভেঙে পানি ঢুকছে লোকালয়ে। ভেসে গেছে পুকুরের মাছ। নষ্ট হয়েছে জমির ফসল। প্লাবিত বিস্তীর্ণ এলাকা। নষ্ট হয়েছে চিংড়ির ঘের, পাকা সড়ক আর বসতঘর।

ঘূর্ণিঝড় ‘ইয়াস’ স্থলভাগে আঘাত হানার সময় ভাটা চলছিলো বাংলাদেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে। ঝড়ের পর ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও বেড়িবাঁধ মেরামতের চেষ্টা করছেন দুর্গতরা। চেষ্টা চলছে ঘুরে দাড়ানোর।

Exit mobile version