Site icon Jamuna Television

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফরের প্রতিবাদে ফিলিস্তিনিদের বিক্ষোভ

অধিকৃত পশ্চিমতীরের রামাল্লাহ শহরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সফরের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে হাজার হাজার ফিলিস্তিনি।

অ্যান্টনি ব্লিঙ্কেনের সাথে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের বৈঠকেরও বিরোধিতা করছেন এসব ফিলিস্তিনি। ইরানের নিউজ এজেন্সি তাসনিম নিউজের খবর।

প্যালেস্টাইন ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে। প্রতিবাদ মিছিলে ফিলিস্তিনিরা ইসরাইলের প্রতি মার্কিন সমর্থনের নিন্দা ও সমালোচনা করে ব্যাপক স্লোগান দেয় এবং তারা অসলো চুক্তির বিরোধিতা করে।

বিক্ষোভে অংশ নেওয়া লোকজন পরিষ্কার করে বলেছেন, অসলো চুক্তি মূলত শেষ হয়ে গেছে।

বিক্ষোভ মিছিলে বহন করা ফেস্টুন প্ল্যাকার্ডের অনেকগুলোতেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফরের নিন্দা জানানো হয়েছে এবং ইসরায়েলের সন্ত্রাসবাদে অর্থ জোগান না দিতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানানো হয়েছে।

কোনো কোনো প্ল্যাকার্ডে লেখা ছিলো, ফিলিস্তিনিদের জীবনের মূল্য আছে।

এছাড়া সম্প্রতি গাজা যুদ্ধে নিহত ফিলিস্তিনি শিশুদের ডামি কফিন বহন করা হয়।

Exit mobile version