Site icon Jamuna Television

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার সিরিজ হার লজ্জার: জয়াসুরিয়া

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হার মানতে পারছেন না শ্রীলঙ্কান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ব্যাটসম্যান সনাৎ জয়াসুরিয়া।

টাইগারদের বিপক্ষে লঙ্কানদের এমন নতজানু পারফরম্যান্সকে লজ্জাজনক হিসেবে দেখছেন বিশ্বকাপজয়ী এ তারকা অলরাউন্ডার।

এ নিয়ে টুইটারে  শ্রীলঙ্কার বতর্মান দলকে সতর্কবার্তা দিয়েছেন তিনি।

সিরিজ হারের পর গতকাল বুধবার (২৬ মে) কুশল পেরেরাদের উদ্দেশ্যে জয়সুরিয়া লিখেছেন, একজন সাবেক খেলোয়াড় ও অধিনায়ক হওয়ার সুবাদে বাংলাদেশের কাছে প্রথম সিরিজ হার মেনে নেওয়া আমার পক্ষে কঠিন। জাতির সম্মান ঝুঁকিতে রয়েছে , ছেলেরা। শেষ ম্যাচে লড়াই চালাও।

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কা ঘুরে দাঁড়াবে এমনটাই প্রত্যাশা এক সময়ের এই মারকুটে ওপেনারের।

প্রসঙ্গত, তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দুটিতে নাস্তানাবুদ হয়েছে শ্রীলঙ্কা। প্রথম ওয়ানডেতে ৩৩ রানে জয় পায় স্বাগতিক বাংলাদেশ।

দ্বিতীয় ম্যাচে বৃষ্টি আইনে ১০৩ রানে জিতে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের যা প্রথম সিরিজ জয়। এই জয়ের সুবাদে আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট তালিকাতে শীর্ষে উঠে গেছে টাইগাররা।

আগামীকাল শুক্রবার (২৮ মে) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা ১টায়।

Exit mobile version