Site icon Jamuna Television

মিলিশিয়া গোষ্ঠীর কমান্ডার গ্রেফতারে ইরাকজুড়ে উত্তেজনা

প্রভাবশালী শিয়া মিলিশিয়া গোষ্ঠী পিএমএফের এক কমান্ডারকে গ্রেফতারের ঘটনায় উত্তেজনা চলছে ইরাকে। রাজধানী বাগদাদে মুখোমুখি অবস্থান নিয়েছে মিলিশিয়া ও সেনাবাহিনী।

আশঙ্কা করা হচ্ছে, যেকোনো মুহুর্তে সংঘাত শুরু হতে পারে। গতকাল বুধবার (২৬ মে) সকালে ইরান সমর্থিত পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের কমান্ডার কাসেম মুসলেহকে গ্রেফতার করে নিরাপত্তা বাহিনী। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও দুই মানবাধিকার কর্মীকে হত্যার অভিযোগ আনা হয়েছে।

কমান্ডারকে গ্রেফতারের প্রতিবাদে বাগদাদের বিভিন্ন সড়কে অবস্থান নেয় পিএমএফের সশস্ত্র সদস্যরা। গ্রিনজোনে প্রধানমন্ত্রীর কার্যালয়ও ঘিরে রেখেছে তারা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজপথে অবস্থান নিয়েছে সেনাবাহিনীও। জঙ্গিগোষ্ঠী আইএসের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ইরাকে আলোচনায় আসে শিয়া মিলিশিয়া গোষ্ঠী পিএমএফ।

Exit mobile version