Site icon Jamuna Television

আবরার হত্যায় অভিযুক্ত ছাত্রলীগ নেতার ক্লাসে ফেরার প্রতিবাদে সরব বুয়েট

আবরার ফাহাদ হত্যার ঘটনায় বুয়েট থেকে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা আশিকুল ইসলাম বিটু ক্লাসে প্রত্যাবর্তন করেছে। এর প্রতিবাদে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (২৭ মে) সকালে বুয়েট ক্যাম্পাসে মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, গত ২২ মে (শনিবার) অনলাইনে একটি কোর্সের ক্লাসে বিটু উপস্থিত ছিলেন। এ ঘটনার পর থেকেই শিক্ষার্থীদের মাঝে তীব্র অসন্তোষ দেখা দেয়। হত্যায় অভিযুক্ত বিটুর সাথে ক্লাস করতে ইচ্ছুক নয় শিক্ষার্থীরা। কর্তৃপক্ষ ব্যবস্থা না নিলে ৩০ মে থেকে সকল একাডেমিক কার্যক্রম বর্জনের ডাক দেয় শিক্ষার্থীরা।

উল্লেখ্য, ২০১৯ সালে আবরারকে হত্যার পর বিশ্ববিদ্যালয় ২৬ জনকে স্থায়ী বহিস্কার করে। পরে আদালত থেকে বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তের স্থগিতাদেশ নেয় আশিকুল ইসলাম বিটু।

Exit mobile version