Site icon Jamuna Television

প্রতিপক্ষকে উড়িয়ে দিতে প্রস্তুত টাইগাররা

ওয়ানডে ক্রিকেটে ইতিহাসে এই প্রথম শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে জিতেছে বাংলাদেশ। এখন সুযোগ এসেছে সফরকারীদের হোয়াইটওয়াশ করার। সেই লক্ষ্যেই তরুণ লঙ্কানদের বিপক্ষে শুক্রবার মাঠে নামবে বাংলাদেশ। দলে রয়েছে পরিবর্তনের আভাস। লিটন দাসের জায়গায় মাঠে দেখা যেতে পারে তরুণ ওপেনার নাঈম শেখকে। মূল স্কোয়াডে না থাকলেও দ্বিতীয় ওয়ানডের পর দলে টানা হয়েছে তাকে।

শেষ ওয়ানডেতেও দুর্দান্ত পারফরমেন্স করে প্রতিপক্ষেকে উড়িয়ে দিবে বাংলাদেশ এমনটাই প্রত্যাশ টিম ম্যানেজমেন্টের। তাই দলও করছে কঠোর পরিশ্রম। আইসিসির সুপার লিগের পয়েন্ট টেবিলে এক নাম্বরে উঠে এসেছে বাংলাদেশ তাই সেটি ধরে রাখাই এখন বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ।

আগের ম্যাচে মাথায় চোট পাওয়া সাইফউদ্দিনকে দেখা যায়নি অনুশীলনে, তাই এ ম্যাচে তার খেলার সম্ভবনা অনেকটাই কম। সব মিলিয়ে দলে আসতে পারে ২ থেকে তিনটি পরিবর্তন। অন্যদিকে সুপার লিগে এখন পর্যন্ত কোন পয়েন্ট পায়নি লঙ্কানরা। তৃতীয় ম্যাচে তাদের লক্ষ্য বাংলাদেশকে হারিয়ে পয়েন্ট অর্জন করা। শুক্রবার দুপুর ১ টায় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

Exit mobile version