ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দা-সালথা উপজেলাতে ১ মিনিটের টর্নেডোর আঘাতে ৪টি গ্রামের প্রায় দেড় শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। শতশত গাছপালা ভেঙ্গে উপড়ে পড়েছে। কয়েক একর জমির পাটসহ অন্যান্য ফসল বিনষ্ট হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে এঘটনা ঘটে। টর্নেডোতে ঘরবাড়ি বিধ্বস্ত ও গাছপালা উপড়ে পড়ার খবর পেয়ে দুই উপজেলার প্রশাসন ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দক্ষিণ-পশ্চিম থেকে ধেয়ে আসা এক মিনিটের টর্নেডোর আঘাতে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের গহেরপুর ও বিবিরকান্দী এবং সালথা উপজেলার গট্টি ইউনিয়নের রাহুতপাড়া ও মেহেরদিয়া গ্রামের দেড় শত ঘড়বাড়ি বিধ্বস্ত হয়। এসময় শতশত গাছ-পালা উপড়ে পড়ে।
প্রশাসন ও স্থানীয়রা জানায়, এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি তবে স্থাপনা, গাছ ও ফসলের ক্ষতি হয়েছে।
এদিকে টর্নেডোর খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার জেতী প্রু ও সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বার, জেলা পরিষদ সদস্য মো. কামাল হোসেন মিয়া ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ রাড়ৈ ও ইকবাল কবির।
এসময় নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার জেতী প্রু জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে তাৎক্ষণিকভাবে ১০কেজি করে চাল বিতরণ করা হচ্ছে, দ্রুত সময়ের মধ্যে ত্রাণ বিতরণসহ সকল প্রকারের সহযোগিতার করা হবে।

