Site icon Jamuna Television

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর আর্মেনিয়া-আজারবাইজান সফর

আর্মেনিয়া-আজারবাইজান সফর করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফ। বুধবার আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের সাথে সাক্ষাৎ করেন তিনি।

এসময়, তিনি আর্মেনিয়া-আজারবাইজান সীমান্তে সাম্প্রতিক উত্তেজনা বিস্তারের ঘটনায় আর্মেনিয়ার আঞ্চলিক অখণ্ডতার পক্ষে সমর্থন করেন।

এর আগে মঙ্গলবার আজারবাইজানের প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাৎকালে আজারবাইজানের সার্বভৌমত্ব রক্ষায় দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের ভূয়সী প্রশংসা করেন।

চলতি সপ্তাহে আবার আর্মেনিয়া-আজারবাইজান সীমান্ত উত্তেজনা দেখা যায়। আর্মেনিয়া, আজারবাইজানকে ওপারে সৈন্য পাঠানোর দায়ে অভিযুক্ত করে। যদিও আজারবাইজান এ অভিযোগ অস্বীকার করেছে। গত বছর প্রায় ছয় সপ্তাহ যুদ্ধের পর, বিরোধপূর্ণ নাগার্নো-কারাবাখ নিয়ে শান্তি চুক্তিতে সই করে আর্মেনিয়া, আজারবাইজান ও রাশিয়া।

Exit mobile version