Site icon Jamuna Television

হাসপাতালে ভর্তি অনুব্রত মণ্ডল

সামাজিক মাধ্যমে দুই বাংলায় ব্যপক জনপ্রিয় তৃণমূলের অনুব্রত মণ্ডল গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসার জন্য তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে আনা হয়েছে।

কোলকাতার পত্রিকা আনন্দবাজার জানায়, বৃহস্পতিবার বেলার দিকে শ্বাসকষ্ট শুরু হয় অনুব্রতর। বাড়িতে চিকিৎসক এসে প্রাথমিক চিকিৎসা করেন। চিকিৎসকের পরামর্শে অক্সিজেনও দেওয়া হয় তাকে।

খবরে আরও বলা হয়, অনুব্রতর পুরনো শ্বাসকষ্টের সমস্যা আছে। দেহে অক্সিজেনের ঘাটতির জন্য বাড়িতেই অক্সিজেন দেওয়ার ব্যবস্থাও রয়েছে। ইএম বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে নিয়ে আনা হয় তাকে। কোভিড পরীক্ষাও করা হচ্ছে।

Exit mobile version