Site icon Jamuna Television

১০০ বছর আগের কচ্ছপ মিললো ইকুয়েডরের দ্বীপে

১০০ বছর আগের কচ্ছপ মিললো ইকুয়েডরের দ্বীপে

ইকুয়েডরের গ্যালাপাগোস দ্বীপে আবারও দেখা মিলেছে ‘কেলোনোইডিস ফ্যান্টাসটিকাস’ প্রজাতির কচ্ছপ। এতোদিন ধারণা করা হচ্ছিলো, অন্তত একশ’ বছর আগেই বিলুপ্ত হয়ে গিয়েছিলো প্রজাতিটি।

রয়টার্স বলছে, ২০১৯ সালে গ্যালাপাগোসে পাওয়া কচ্ছপটিকে নিয়ে গবেষণা করছিলেন বিজ্ঞানীরা। দুই বছর ধরে পরীক্ষা-নিরীক্ষায় তারা নিশ্চিত হয়েছেন, এটি বিলুপ্ত হয়ে যাওয়া প্রজাতির। বিষয়টিকে অসাধারণ হিসেবে উল্লেখ করেছে ইকুয়েডর।

এ প্রজাতির আরও কচ্ছপ আছে কিনা গ্যালাপাগোসে, তা নিশ্চিত হতে বড় ধরনের অভিযানের ঘোষণা দিয়েছে ইকুয়েডর। বিরল প্রজাতির নানা সামুদ্রিক জীববৈচিত্রের জন্য বিশ্বজোড়া খ্যাতি আছে দ্বীপটির। গ্যালাপাগোসে গিয়েই বিবর্তন তত্ত্বের ধারণা দেন চার্লস ডারউইন।

এনএনআর/

Exit mobile version