Site icon Jamuna Television

ভোলায় বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

ভোলায় বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

ভোলার ঘুইংগারহাট এলাকায় বাসচাপায় দুই অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ভোলা-চরফ্যাশন সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। তাদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, ভোলা থেকে চরফ্যাশনগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা দু’টি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই অটোরিকশার তিন যাত্রী মারা যান। আহতদের একজন হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা ভোলা-চরফ্যাশন সড়ক কিছুক্ষণ অবরোধ করে রাখেন।

পুলিশ জানায়, বাসটিকে আটক করা হলেও চালক পালিয়েছেন।

এনএনআর/

Exit mobile version