Site icon Jamuna Television

ঘূর্ণিঝড় ইয়াস: ক্ষতিগ্রস্ত ২৭ উপজেলায় চলছে মানুষের ঘুরে দাড়ানোর চেষ্টা

ঘূর্ণিঝড় ইয়াস: ক্ষতিগ্রস্ত ২৭ উপজেলায় চলছে মানুষের ঘুরে দাড়ানোর চেষ্টা

ঘূর্ণিঝড় ইয়াস’র প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশের ২৭ উপজেলায় ক্ষয়ক্ষতি নিরূপণের পাশাপাশি চলছে মানুষের ঘুরে দাড়ানোর চেষ্টা।

ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামতে ব্যস্ত সময় কাটছে দুর্গত এলাকার বাসিন্দাদের। পানির তোড়ে ভেঙে যাওয়া বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে পড়ছে লোকালয়ে। বাড়িঘর তলিয়ে যাওয়ায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। কোথাও কোথাও এলাকাবাসী নিজ উদ্যোগে বেড়িবাঁধ সংস্কারের চেষ্টা করছে।

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাস ও স্বাভাবিকের চেয়ে কয়েকফুট উচ্চতার জোয়ারের পানিতে দক্ষিণাঞ্চলে ব্যাপক ক্ষতি হয়েছে মাছেরের ঘেরের। মৎস্য বিভাগের পক্ষ থেকে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। ক্ষতিগ্রস্তরা সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

এনএনআর/

Exit mobile version