Site icon Jamuna Television

করোনা ঝুঁকিতে নিরাপদ মাতৃত্ব

করোনাকালে নিরাপদ মাতৃত্বে বেড়েছে ঝুঁকি। ইপিআই তথ্যমতে, মাতৃমৃত্যুও বেড়েছে ২৫ থেকে ৩০ শতাংশ। উঠে এসেছে হাসপাতালে প্রসবের আগে জরুরি সেবার অব্যবস্থাপনার কথা।

ইপিআই’র তথ্য মতে, ২০১৯ এর মার্চ-এপ্রিলে প্রসবের আগে সেবা নেন প্রায় সাড়ে ৪২ হাজার গর্ভবতী মা। ২০২০ এর মার্চে মহামারি শুরু হলে দৃশ্যপট পাল্টে যায়। সেবা গ্রহীতা কমে দাঁড়ায় সাড়ে ৩৬ হাজারে। পরিস্থিতি খারাপ হয় এপ্রিলে। এ সংখ্যা কমে হয় মাত্র ১৮ হাজার। মাতৃমৃত্যুও বেড়েছে ২৫ থেকে ৩০ শতাংশ।

করোনায় অপ্রয়োজনীয় সিজারিয়ান কমে হোম ডেলিভারি বাড়া যেমন ইতিবাচক, তেমনি অপ্রত্যাশিত মাতৃ মৃত্যুও উদ্বেগের বলে জানিয়েছেন চিকিৎসকরা। নিরাপদ মাতৃত্ব নারীর অধিকার- যা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের।

ইউএইচ/

Exit mobile version