Site icon Jamuna Television

মানিকগঞ্জে প্রেস শ্রমিককে কুপিয়ে হত্যা

মানিকগঞ্জে প্রেস শ্রমিককে কুপিয়ে হত্যা

মানিকগঞ্জের শিবালয়ে এক প্রেস শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে উপজেলার শিমুলিয়া গ্রামে ফসলের মাঠ থেকে রমজান আলীর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ঢাকার উত্তরায় একটি প্রিন্টিং প্রেসে কাজ করতেন রমজান। ছুটিতে গতরাতে বাড়ি ফিরছিলেন তিনি। শিবালয় উপজেলার মহাদেবপুর বাজারে পৌঁছার পর রাত ১০টার দিকে স্ত্রীর সাথে সবশেষ মোবাইল ফোনে কথা হয় তার। এরপর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। রাতভর বিভিন্ন জায়গায় খুঁজেও রমজানের সন্ধান পায়নি স্বজনরা। সকালে বাড়ির কাছাকাছি একটি মাঠে তার মরদেহ দেখতে পেয়ে পরিবারকে খবর দেয় স্থানীয়রা।

মরহেদ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারেনি স্বজন কিংবা পুলিশ।

এনএনআর/

Exit mobile version