Site icon Jamuna Television

টানা চতুর্থ মেয়াদে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ

টানা চতুর্থ মেয়াদে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ

সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে টানা ৪র্থ বারের মতো জয়ী হলেন বাশার আল আসাদ। বৃহস্পতিবার কমিশন জানায়, ৯৫ দশমিক ১ শতাংশ ভোট পেয়েছেন তিনি।

বুধবার অনুষ্ঠিত নির্বাচনে মোট ভোট পড়েছে এক কোটি ৪২ লাখ ৩৯ হাজার। যাতে ১ কোটি সাড়ে ৩৫ লাখের মতো সমর্থন পান আসাদ। তার মূল প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আহমেদ মারেয়ি ৪ লাখ ৭০ হাজারের বেশি ভোট পেয়েছেন। আর আব্দুল্লাহ সাল্লুম পেয়েছেন ২ লাখ ১৪ হাজারের মতো ভোট।

সিরিয়ার সংবিধান অনুযায়ী, একজন নির্বাচিত প্রেসিডেন্ট সাত বছরের জন্য দেশ পরিচালনা করতে পারেন। ২০০০ সালে পিতার মৃত্যুর পর অনুষ্ঠিত নির্বাচনে প্রথমবারের মতো সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন বাশার আল আসাদ। ২০১১ সালে আরব বসন্তের জেরে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর নিপীড়ন শুরু করলে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়। যাতে লাখ লাখ মানুষের প্রাণহানি হয়েছে। দেশটির প্রায় অর্ধেক জনগোষ্ঠী বাস্তুচ্যুত।

এনএনআর/

Exit mobile version