Site icon Jamuna Television

মঙ্গলের হেলিকপ্টারে দেখা গেল যান্ত্রিক গোলযোগ

মঙ্গলের হেলিকপ্টারে দেখা গেল যান্ত্রিক গোলযোগ

মঙ্গলের হেলিকপ্টার ‘ইনজেনুইটিতে’ দেখা গেল যান্ত্রিক গোলযোগ। গত মাসে ড্রোনটির সফল উড্ডয়নের পর এই প্রথম দেখা গেল বড় কোনো ত্রুটি।

শনিবার ষষ্ঠ উড্ডয়নকালে প্রায় ১০ মিটার উচ্চতায় বিগড়ে যায় ইনজেনুইটি। ড্রোনটির অন বোর্ড ক্যামেরায় প্রায় এক মিনিটের গোলযোগটি ধরা পড়ে। এ সময় হেলিকপ্টারটি ২০ ডিগ্রি কোণে সামনে পিছনে ঘুরতে থাকে। পরে অক্ষতভাবে মাটিতে নেমে আসতে সক্ষম হয় যানটি।

গত মাসে মঙ্গলের মাটিতে হেলিকপ্টার উড়িয়ে নতুন ইতিহাস গড়ে মার্কিন গবেষণা সংস্থা নাসা। এরই মাঝে ছোট যানটির পাঁচটি টেস্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। এর আগে নাসার বিজ্ঞানিরা অন্য কোনো গ্রহে তাদের ড্রোন হেলিকপ্টার পাঠায়নি।

এনএনআর/

Exit mobile version