Site icon Jamuna Television

রাজ্য সরকার লকডাউন দিলে সেনা পাঠিয়ে তাদের দমনের হুমকি বলসোনারোর!

রাজ্য সরকার লকডাউন দিলে সেনা পাঠিয়ে তাদের দমনের হুমকি বলসোনারোর!

করোনার বিস্তাররোধে নতুনভাবে লকডাউন দিলে স্থানীয় বা রাজ্য প্রশাসনের বিরুদ্ধে প্রয়োজনে সেনা মোতায়েন করা হবে। বৃহস্পতিবার এ হুঁশিয়ারি দিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট।

ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো বলেন, রাজ্য সরকার এবং স্থানীয় প্রশাসন নতুনভাবে লকডাউন দিলে সেটি রোধে প্রয়োজনে সেনাবাহিনী দায়িত্ব পালন করবে। শিগগিরই স্বাভাবিক জীবনে ফেরাটা জরুরি। কারণ ব্রাজিল এখন আর মহামারি পরিস্থিতির মধ্যে নেই, অনেকটাই দূরে সরে এসেছে। তারপরও যদি কেউ অর্থনৈতিক মন্দার জন্য বর্তমান সরকারকে দায়ী করে তাহলে ভুল করবে।

এনএনআর/

Exit mobile version