Site icon Jamuna Television

উহানের গবেষণাগারের দিকে আঙুল যুক্তরাষ্ট্রের; নিন্দা চীনের

উহানের গবেষণাগারের দিকে আঙুল যুক্তরাষ্ট্রের; নিন্দা চীনের

করোনার উৎপত্তি নিয়ে আবারও উহানের গবেষণাগারের দিকে আঙুল তোলায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীন। ভাইরাসের উৎস নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন তদন্তেরও নিন্দা জানিয়েছে দেশটি।

তদন্তে মার্কিন গোয়েন্দাদের সম্পৃক্ত করার উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক ব্রিফিংয়ে বলেন, মার্কিন গোয়েন্দাদের অপকর্মের অতীত ইতিহাস সবারই জানা। যুক্তরাষ্ট্রের ভাইরাস গবেষণাগারগুলোর কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলেন চীনা মুখপাত্র। বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তে সবই স্পষ্ট হয়ে গেছে। তবু সত্যকে এড়িয় গিয়ে চীনকে বলির পাঠা বানানোর চেষ্টা চলছে। বুধবার নোভেল করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

চীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, যুক্তরাষ্ট্র ক্রমাগত বলেই যাচ্ছে যে তারা একটা স্বচ্ছ্ব ও তথ্য-প্রমাণনির্ভর তদন্ত চায়। অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে আমরা একটি বিজ্ঞানসম্মত গবেষণা চালিয়েছি। গবেষণাগার থেকে করোনার উৎপত্তি একেবারেই অসম্ভব। চীনকে বলির পাঠা না বানিয়ে, নিজেদের পরিস্থিতিকে গুরুত্ব দেয়া উচিত যুক্তরাষ্ট্রের।

এনএনআর/

Exit mobile version