Site icon Jamuna Television

বাছাই পর্বের প্রতিটি ম্যাচেই জয় চায় বাংলাদেশ

বিশ্বকাপ ও এশিয়ানকাপ ফুটবলের বাছাই পর্বের ম্যাচ খেলতে সকালে কাতারের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ ফুটবল দল। আসছে ৩,৭ ও ১৫ জুন ভারত, আফগানিস্তান এবং ওমানের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। বাছাই পর্বের ম্যাচ তিনটি সামনে রেখে সৌদি আরবে গিয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত সেটি আর হয়নি। তবে দেশেই কঠোর প্রস্তুতি নিয়েছে বাংলাদেশের ফুটবলাররা।

দেশ ছাড়ার আগে দলের কোচ জেমি ডে বললেন, বাছাই পর্বের প্রতিটি ম্যাচেই জয়ের জন্য মাঠে নামবে বাংলাদেশ। প্রস্তুতি বেশ ভালো হয়েছে তাই দল নিয়ে আশাবাদী বাংলাদেশের কোচ। এদিকে দলের অন্যতম ফুটবলার তপুবর্মনের প্রত্যাশা ভালো কিছু নিয়েই দেশে ফিরবেন তারা।

আর দলের অধিনায়ক জামাল জানিয়েছেন দেশের মানুষকে গর্ব করারমতই নিয়ে আসতে চান কাতার থেকে। তাই দেশের মানুষের কাছে দোয়াও চেয়েছেন বাংলার ফুটবলের পোস্টার বয় জামাল ভূঁইয়া।

Exit mobile version