Site icon Jamuna Television

কুসল পেরেরার সেঞ্চুরিতে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা

শেষ ম্যাচে এসে অবশেষে শ্রীলঙ্কাকে মজবুত ভিত্তি দিয়েছে তাদের দুই ওপেনার। উদ্বোধনী জুটিতে দানুশকা গুনাতিলাকা ও কুসল পেরেরা যোগ করেন ৮২ রান।

পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিনের ইনজুরিতে দলে ফেরা তাসকিন আহমেদ দ্বাদশ ওভারে ভাঙেন এই জুটি। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩২ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার স্কোরবোর্ডে উঠেছে ১৭৭ রান।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার দ্বিপাক্ষিক সিরিজের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিঙের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল পেরেরা। শরীফুল ও গত দুই ম্যাচে ৭ উইকেট লাভ করা মেহেদি মিরাজকে স্বাচ্ছন্দ্যে খেলে বল প্রতি রান তুলতে থাকেন লঙ্কান দুই ওপেনার। কিন্তু বোলিংয়ে তাসকিন আহমেদ এসেই পাল্টে দিতে থাকেন দৃশ্যপট। লঙ্কান টপ অর্ডারের ৩টি উইকেটই নেন তিনি। ১০০ রান নিয়ে ক্রিজে আছেন অধিনায়ক কুসল পেরেরা। তার কাঁধেই এখন হোয়াইটওয়াশ এড়ানোর দায়িত্ব।

Exit mobile version