Site icon Jamuna Television

টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে ঢাকায় সাতক্ষীরাবাসীর মানববন্ধন

সাতক্ষীরায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে আমরা বন্ধু ফাউন্ডেশন ও ঢাকাস্থ শ্যামনগরবাসী।

সকাল সাড়ে ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করে তারা। এতে ঢাকায় বসবাসরত জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

তারা সাতক্ষীরার উপকূলীয় এলাকা রক্ষার দাবি জানিয়ে বলেন, দ্রুত বাঁধ নির্মাণ করা না হলে সাতক্ষীরার উপকূলীয় এলাকা দ্রুত বিলীন হয়ে যাবে। বাস্তুহারা হবে হাজার হাজার মানুষ।

তারা আরও বলেন, ২৬ মে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জলোচ্ছ্বাসে বেড়িবাঁধ ভেঙে সাতক্ষীরা খুলনা অঞ্চলের কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। তাই তাদের জীবনমান উন্নয়নে জরুরী ব্যবস্থা নিতে হবে।

এছাড়া উপকূলীয় এলাকায় সুপেয় পানির ভয়াবহ সংকটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বলেও জানান তারা।

Exit mobile version