Site icon Jamuna Television

ফিরে গেলেন মোসাদ্দেকও

শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৮৭ রানের লক্ষ্যে খেলতে নেমে মুশফিকের পর ৫ম ব্যাটসম্যান হিসেবে ৫১ রানে আউট হলেন মোসাদ্দেক হোসেনও।

এর আগে ২৮ রানের মধ্যে টপ অর্ডারের তিনজন ব্যাটসম্যান সাজঘরে ফিরলে মুশফিকের সাথে ৪র্থ উইকেট জুটিতে ৫৬ এবং মাহমুদুল্লাহ রিয়াদের সাথে ৫ম উইকেট জুটিতে ৪১ রান যোগ করার পর রমেশ মেন্ডিসের বলে আউট হন তিনি।

এদিকে, ২৬ রান নিয়ে উইকেটে আছেন মাহমুদুল্লাহ এবং আফিফ হোসেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৪১। ম্যাচ জয়ের জন্য বাংলাদেশের দরকার ১৫ ওভারে ১৪৬ রান।

উল্লেখ্য, ৩ ম্যাচ সিরিজে বাংলাদেশ ২-০ তে এগিয়ে রয়েছে।

Exit mobile version