Site icon Jamuna Television

সিলেটে ইটভাটার ম্যানেজারকে খুন করে টাকাপয়সা লুট

সিলেট প্রতিনিধি:

শুক্রবার (২৮ মে) দুপুরে বালাগঞ্জ উপজেলার রতনপুর গ্রামের গহরপুর-রতনপুর ব্রিকস ফিল্ডের ম্যানেজারকে খুন করে টাকাপয়সা লুট করে পালিয়েছে দুবৃত্তরা। নিহতের স্বজনরা জানিয়েছে, জুমার পর দুবৃত্তরা ম্যানেজার ধীমান পালকে কুপিয়ে ও আঘাত করে পালিয়ে যায়।

ঘটনার পর ইটভাটার মালিকপক্ষ তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মাথায় ও পায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানিয়েছেন তারা।

বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, ঘটনার অনুসন্ধানে নেমেছেন তারা। খুনিদের ধরতে পুলিশের চারটি টিম ইতোমধ্যে কাজ শুরু করছে বলেও জানান তিনি।

Exit mobile version