Site icon Jamuna Television

আমগাছে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

ভৈরব প্রতিনিধি:

ভৈরবে আম পাড়তে গাছে উঠে বিদ্যুতের তারে জড়িয়ে মারা গিয়েছেন সজীব (২৪) নামের একজন শ্রমিক। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের মধ্যপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত সজীব ভৈরবে একটি রি-রোলিং কারখানার শ্রমিক ছিল বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকালে রি-রোলিং কারখানার কাছে সজীব একটি আম গাছে উঠে রড দিয়ে আম পাড়ার চেষ্টা করে। দুর্ঘটনাবশত রডটি পাশের খুঁটির ১১ হাজার ভোল্টের তারে লেগে যায়। এতে রডের মাধ্যমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সজীব মারা যান।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন এটিকে দুর্ঘটনা আখ্যা দিয়ে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ পাঠানো হয়েছে।

Exit mobile version