Site icon Jamuna Television

করোনায় আরও তিন হাজারের বেশি মৃত্যু দেখলো ভারত

করোনায় টানা তৃতীয় দিনের মতো দৈনিক তিন হাজারের বেশি মৃত্যু দেখলো ভারত। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি ৩ লাখ ২২ হাজার।

মোট আক্রান্ত ২ কোটি ৭৭ লাখের বেশি। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু মহারাষ্ট্রে। রাজ্যটিতে একদিনে প্রাণ গেছে ৮৮৪ জনের। আক্রান্ত ২১ হাজারের বেশি। এরপরই অবস্থান কর্নাটক এবং তামিলনাড়ুর। দক্ষিণের রাজ্য দুটিতে মৃত্যু হয়েছে ৪৭০ জনের বেশি মানুষের।

অন্যদিকে যোগি আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশে মৃত্যু হয়েছে ১৮৭ জনের। আক্রান্ত শনাক্ত হয়েছে ৩ হাজারের বেশি। তবে প্রাণহানি কমেছে দিল্লিতে। অঞ্চলটিতে আরও ১১৭ জনের মৃত্যু হয়েছে।

Exit mobile version