Site icon Jamuna Television

আশুলিয়ায় চলন্ত বাসে তরুণীকে ধর্ষণের অভিযোগ, আটক ৬

সাভারের আশুলিয়ায় চলন্ত বাসে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে সাভারের সিঅ্যান্ডবি বাইপাস সড়কের আশুলিয়া গরুরহাট এলাকায় এ ঘটনা ঘটে। রাতেই তাদের আটক করা হয়।

ভুক্তভোগী তরুণীর ভাষ্য, শুক্রবার বোনের বাড়ি মানিকগঞ্জ থেকে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন তিনি। আশুলিয়ায় পৌঁছাতে গভীর রাত হয়ে যায়। সেখান থেকে টঙ্গীর একটি বাসে ওঠেন। কিন্তু ওই বাসটি টঙ্গী না গিয়ে পুনরায় আশুলিয়ার দিকে ফিরে আসে। আশুলিয়া বাজার গরুর হাট এলাকায় তাকে দলগতভাবে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন তরুণী।

এদিকে, আশুলিয়া থানা পুলিশ খবর পেয়ে অভিযুক্ত ৬ জনকে আটকের পাশাপাশি ওই তরুণীকে উদ্ধার করে। জব্দ করা হয়েছে বাসটি। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

ইউএইচ/

Exit mobile version