Site icon Jamuna Television

সেই তাকসিম স্কয়ারে মসজিদ উদ্বোধন করলেন এরদোগান

তাকসিম স্কয়ারের আলোচিত মসজিদ উদ্বোধন করে আড়াই দশক আগে দেয়া কথা রাখলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান।

শুক্রবার জুমার নামাজের মাধ্যমে এই মসজিদ উদ্বোধন করেন তিনি। বলেন, বিশ্ববাসীর কাছে আলোচিত এই মসজিদ ইস্তাম্বুলের অন্যতম আকর্ষণে পরিণত হবে।

ইস্তাম্বুলের প্রাণকেন্দ্র তাকসিম স্কয়ার মূলত তুরস্কের সেক্যুলারিজম এবং প্রজাতন্ত্রের প্রতীক।
ইস্তাম্বুলের মেয়র থাকাকালে ১৯৯৪ সালে তাকসিম স্কয়ারে মসজিদ স্থাপনের ঘোষণা দেন এরদোগান। তবে এটি নিয়ে প্রায় ১ দশক ধরে চলে আইনি জটিলতা। অবশেষে ২০১৭ সালে শুরু হয় মসজিদ নির্মাণের কাজ। প্রায় ২৭ হাজার বর্গফুটের এই মসজিদে একসাথে আড়াই হাজার মুসল্লি নামাজ পড়তে পারবেন।

ইউএইচ/

Exit mobile version