Site icon Jamuna Television

ছয় লাখ কোটি ডলারের অর্থনৈতিক পরিকল্পনা বাইডেনের

ছবি: সংগৃহীত

করোনার কারণে ধুঁকতে থাকা মার্কিন অর্থনীতি পুনরুদ্ধারে ছয় লাখ কোটি ডলারের অর্থনৈতিক পরিকল্পনা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

এ সময় দেয়া ভাষণে তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করাই তার লক্ষ্য। ভাষণে বিভিন্ন অর্থনৈতিক পরিকল্পনাও তুলে ধরেন বাইডেন।

প্রথমবারের মতো ঘোষিত বার্ষিক অর্থনৈতিক পরিকল্পনায় অসমতা বা বৈষম্য দূর করার কথা বলা হয়। এ জন্য রাখা হয়েছে সামাজিক সুরক্ষা কর্মসূচি। গুরুত্ব দেয়া হয়েছে জলবায়ু পরিবর্তন ইস্যুকেও। বাড়ানো হয়েছে ধনীদের ট্যাক্স। এই পরিকল্পনা কংগ্রেসের অনুমোদন পেলেই কার্যকর হবে।

ইউএইচ/

Exit mobile version