Site icon Jamuna Television

মাটিচাপা দেয়া দেড় কোটি মিঙ্ক পুড়িয়ে ফেলছে ডেনমার্ক

মাটিচাপা দেয়া প্রায় ১ কোটি ৭০ লাখ মিঙ্ক পুড়িয়ে ফেলছে ডেনমার্ক। ছয় মাস আগে করোনা সংক্রমণ ঠেকাতে মেরে মাটির নিচে পুঁতে ফেলা হয়েছিলো প্রাণীগুলো। তাপ ও বিদ্যুৎ উৎপাদনকারী প্ল্যান্টে নিয়ে পোড়ানো হচ্ছে এগুলো।

বিশ্বে মিঙ্ক পালনে শীর্ষ দেশটিতে গত নভেম্বরের দিকে ব্যাপক হারে করোনা ছড়িয়ে পড়ে। তখন লাখ লাখ মিঙ্ক ধ্বংসের নির্দেশ দেয় ড্যানিশ সরকার। বর্জ্য পুড়িয়ে ফেলার স্থানে পোড়ানো হয় কয়েক লাখ।

সীমিত ক্ষমতার কারণে গণকবর খুঁড়ে মাটিচাপা দেয়া হয় দেড় কোটির বেশি মিঙ্ক। লবণাক্ত মাটির সাথে মিশে বিষাক্ত গ্যাস তৈরির কারণে স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন স্থানীয়রা। এ কারণে পর্যায়ক্রমে মিঙ্ক তুলে দ্রুত পুড়িয়ে ফেলার নির্দেশনা দিয়েছে সরকার।

এদিকে, ১৩টি প্ল্যান্টে জুলাইয়ের মাঝামাঝি সময়ের মধ্যে এগুলো পোড়ানোর পরিকল্পনা প্রাণিসম্পদ বিভাগের।

ইউএইচ/

Exit mobile version