Site icon Jamuna Television

মানুষের দাঁত দিয়ে তৈরি হলো পুতিনের প্রতিকৃতি!

মানুষের দাঁত দিয়ে ভ্লাদিমির পুতিনের অন্যরকম একটি প্রতিকৃতি তৈরি করে আলোচনায় রাশিয়ান শিল্পী এভজেনিয়া স্কোভার্ট। প্রায় ৫০০টি মানুষের দাঁত দিয়ে তৈরি করা হয় চিত্রকর্মটি।

সম্প্রতি রাশিয়ার শত্রুদের দাঁত ভেঙ্গে দেওয়ার হুমকি দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিদেশি কোনো আক্রমণকারী যদি রাশিয়া থেকে কোনো কিছু কেড়ে নিতে চায় তবে তার দাঁত ভেঙে দেয়ার কথা বলেন তিনি।

এ ঘটনায় অনুপ্রাণিত হয়েই অন্যরকম প্রতিকৃতিটি তৈরির চিন্তা মাথায় আসে রাশিয়ান তরুণী এভজেনিয়া স্কোভার্টের। এজন্য দন্ত-চিকিৎসকদের কাছ থেকে প্রয়োজনীয় দাঁত সংগ্রহ করেন তিনি। তবে কিছুক্ষণ পরই শিল্পকর্মটি নষ্ট করে ফেলা হয়। চাইলেই কেউ কিনে নিতে পারে প্রতিকৃতিটির ছবি। ওপেনসি নামক প্লাটফর্মে অবিনিময়যোগ্য নিদর্শন হিসেবে নিলামে তোলা হয়েছে এ ছবি। মূল্য ধরা হয়েছে আড়াই হাজার ডলার। প্রাপ্ত অর্থের অর্ধেক সাইবেরিয়ান দাতব্য ফান্ডে দান করা হবে বলে জানিয়েছেন এ শিল্পী।

Exit mobile version