Site icon Jamuna Television

সংক্রমণের হার ৫ শতাংশে নামলে ১৩ জুন থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে: শিক্ষামন্ত্রী

করোনা সংক্রমণের হার ৫ শতাংশে নামলে ১৩ জুন থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে একটি স্মরণ সভায় অংশ নিয়ে তিনি এ কথা জানান।

তিনি বলেন, সরকারের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সব প্রস্তুতি নেয়া আছে। সংক্রমণের হার কমলেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে। বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে অনেক চাপ আছে কিন্তু বেশিরভাগ মানুষ না খোলার পক্ষে।

এ সময় তিনি আরও বলেন, আন্দোলনের মুখে জনগণের স্বাস্থ্য হুমকির মুখে ফেলতে পারি না। তাই জনগণের স্বাস্থ্য ঝুঁকিমুক্ত রাখতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। তাই সকলকে সুসময়ের অপেক্ষা করতে বলেন শিক্ষামন্ত্রী।

ইউএইচ/

Exit mobile version