Site icon Jamuna Television

বিশ্বের যে কোনো প্রান্তে শান্তিরক্ষী পাঠাতে বাংলাদেশ সব সময়ই প্রস্তুত: প্রধানমন্ত্রী

দক্ষতা ও মানবিক গুণ বেশি থাকায় বিশ্বে বাংলাদেশী শান্তিরক্ষীদের চাহিদা বেশি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বের যে কোনো প্রান্তে শান্তিরক্ষী পাঠাতে বাংলাদেশ সব সময়ই প্রস্তুত।

শনিবার সকালে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, নিজের জীবনকে তুচ্ছ করে ভিন্ন পরিবেশে শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা কষ্ট করে যে কাজ করে চলেছেন, তা পুরো দেশের জন্য গর্বের। জীবনের ঝুঁকি তুচ্ছ করে যারা সকলের নিরাপত্তা নিশ্চিত করছে, তাদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের সজাগ দৃষ্টি রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

সংঘাতময় পরিস্থিতিতে বিশ্বের অন্যান্য দেশগুলো যখন বিভিন্ন মিশনের যেতে অনীহা প্রকাশ করে, তখন বাংলাদেশের শান্তিরক্ষীরা গর্বের সাথে দেশের সুনাম বৃদ্ধি করছে বলেও জানান প্রধানমন্ত্রী।

ইউএইচ/

Exit mobile version