Site icon Jamuna Television

পশ্চিমবঙ্গ সফরে মোদির সাথে সাক্ষাৎ করেননি মমতা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পশ্চিমবঙ্গ সফরের সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাক্ষাৎ না করায় উত্তপ্ত রাজ্যটির রাজনীতি। মমতার তীব্র সমালোচনা করছেন রাজ্যের বিজেপি নেতারা।

শুক্রবার ভারতে সাইক্লোন ইয়াসের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন নরেন্দ্র মোদি। হেলিকপ্টার নিয়ে ওড়িশা ও পশ্চিমবঙ্গের দুর্যোগপূর্ণ এলাকার পরিস্থিতি ঘুরে দেখেন তিনি।

ঘূর্ণিঝড়ের তাণ্ডবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ভাদ্রাক ও বালেশ্বরের উপর দিয়ে প্রদক্ষিণ করেন মোদি। এছাড়াও পূর্ব মেদিনিপুরের আশপাশের এলাকা প্রদক্ষিণ করেন তিনি। পরে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পাটনায়েকের সাথে বৈঠক করেন। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সাথে আলোচনায় বসতে চাইলেও রাজি হননি মমতা ব্যানার্জি। তৃণমূলের দলত্যাগী নেতা শুভেন্দু অধিকারীর যোগদানের খবরে বৈঠকে বসেননি তিনি।

ইউএইচ/

Exit mobile version