Site icon Jamuna Television

করোনায় আক্রান্ত ইমরুল কায়েস ও তুষার ইমরান

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তারকা ক্রিকেটার ইমরুল কায়েস ও ঘরোয়া ক্রিকেটের পরীক্ষিত পারফরমার তুষার ইমরান। গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী।

ঢাকা প্রিমিয়ার লিগ খেলাকে সামনে রেখে শুক্রবার দ্বিতীয়বারের মতো খেলোয়াড়দের করোনা পরীক্ষা করা হয়। সেখানে করোনা পজেটিভ হয়েছেন এ দুই খেলোয়াড়। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলবেন ইমরুল কায়েস ও ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলবেন তুষার ইমরান।

শুক্রবারের করোনা টেস্টে এই দুই ক্রিকেটার ছাড়াও ৩ ক্লাব কর্মকর্তার করোনা পজেটিভ হওয়ার খবর পাওয়া গেছে। আজ আবারও পরীক্ষা করা হবে তাদের। এর আগে ২৬ মে প্রথম ধাপের পরীক্ষায় ৭ ক্রিকেটার ও ২ ক্লাব কর্মকর্তাসহ মোট নয়জন করোনা পজেটিভ হন। তবে দ্বিতীয় পরীক্ষার ফল নেগেটিভ আসে। ঢাকা প্রিমিয়ার লিগকে সামনে রেখে আজ থেকে টিম হোটেলে বায়োবাবলে প্রবেশ করার কথা ক্রিকেটার ও লিগ সংশ্লিষ্টদের। শ্রীলঙ্কা সিরিজে ব্যস্ত থাকায় জাতীয় ক্রিকেটাররা টিম হোটেলে উঠবেন রোববার।

Exit mobile version