Site icon Jamuna Television

টোকিও অলিম্পিকে যাওয়া নিশ্চিত হলো বাকীর

আসন্ন টোকিও অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে না পারলেও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বিশেষ ব্যবস্থায় আসরটিতে অংশগ্রহণ নিশ্চিত হয়েছে দেশের অন্যতম সেরা শুটার আব্দুল্লাহ হেল বাকীর।

আজ বাকীর টোকিও যাওয়ার ব্যাপারটা শুটিং ফেডারেশনকে নিশ্চিত করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।

আসরে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে লড়বেন কমনওয়েলথ গেমসে দুইবারের রুপাজয়ী এই শুটার। এর আগে বাকী ২০১৬ রিও অলিম্পিকে অংশ নিয়েছিলেন। ১০ মিটার এয়ার রাইফেলে বাছাইপর্বে হয়েছিলেন ২৫তম। রিওর প্রতিযোগিতায় ৬৫৪ পয়েন্টের মধ্যে বাকীর স্কোর ছিল ৬২১.২। তবে এবার বাকীর চাওয়া আরও ভালো স্কোর করা। তিনি বলেন, আমি এবার অলিম্পিকে অন্তত ৬২৭ স্কোর করতে চাই। এই স্কোরে আশা করি বাছাইপর্ব পার হতে পারবো।

১৯৯২ বার্সেলোনা অলিম্পিক থেকে ওয়াইল্ড কার্ডের মাধ্যমে অংশ নিয়ে আসছিলেন বাংলাদেশের শুটাররা। কিন্তু এবার সেই সুযোগ ছিলো না। তাই বিশেষ ব্যবস্থায় অংশগ্রহণ নিশ্চিত হয়েছে বাকীর। এর আগে বাংলাদেশ থেকে টোকিও অলিম্পিক নিশ্চিত হয়েছে সাঁতারু আরিফুল ও জুনাইনা, অ্যাথলেট জহির রায়হান ও আর্চার রোমান সানার। এরমধ্যে শুধু রোমান সানা সরাসরি অলিম্পিক খেলার যোগ্যতা অর্জন করেছেন।

Exit mobile version