Site icon Jamuna Television

ফাইজারের এক লাখ ডোজ টিকা পাচ্ছে পাকিস্তান

প্রতীকী ছবি

পাকিস্তান ফাইজারের এক লাখ ডোজ টিকা পাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বৈশ্বিক টিকা কর্মসূচির অধীনে পাওয়া এসব টিকা আজ ও আগামীকাল পৌঁছানোর কথা রয়েছে।

পাকিস্তান এ নিয়ে দ্বিতীয় দফায় কোভ্যাক্সের মাধ্যমে টিকার চালান গ্রহণ করলো। এ মাসের শুরুতে তারা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ১২ লাখ ৩৮ হাজার ৪শ ডোজ টিকা গ্রহণ করেছে বলে ডনের একটি খবরে জানানো হয়েছে।

সম্প্রতি পাকিস্তান সরকার জানিয়েছে, তারা চীনের এক ডোজের টিকা ক্যানসিনো উৎপাদন শুরু করেছে। এই প্রকল্পে মাসে ৩০ লাখ ডোজ টিকা উৎপাদন করা হবে। এর ফলে টিকার জন্য অন্য দেশের ওপর তাদের নির্ভরশীলতা কমে আসবে বলে আশা করছে তারা।

Exit mobile version