Site icon Jamuna Television

থানা চত্বরে মেয়ের লাশ পাহারা দিচ্ছেন শোকার্ত বাবা!

স্টাফ রিপোর্টার, নেত্রকোণা:

বলা হয়ে থাকে, পিতার কাছে সবচেয়ে ভারি বস্তু সন্তানের লাশ। প্রিয় সন্তানের লাশ পাশে নিয়ে থানা চত্বরে ঠাঁই বসে আছেন শোকার্ত এক বাবা। লাশের ময়নাতদন্ত হবে রোববার। তার আগ পর্যন্ত লাশ থাকবে থানায়। তাই সেখানেই বসে রইলেন পিতা। বুঝিয়ে শুনিয়েও তাকে সরানো যায়নি। ঘটনাস্থল নেত্রকোণার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের রায়পুর গ্রাম। শনিবার সন্ধ্যায় গ্রামের রমিজ উদ্দিনের বাড়ি থেকে মেয়ে সাবিনা আক্তারের (১০) মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯টার দিকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় সাবিনার মরদেহ। মৃত্যুর কারণ জানে না পরিবার।

তবে তার বাবা রামিজ উদ্দিন বলেন, ছোট থেকেই মানসিক ভারসাম্যহীন ছিল সাবিনা।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভারপ্রাপ্ত কর্মকর্তা এটি এম মাহমুদুল হক বলেন, মেয়েটির মৃত্যু রহস্যজনক। রোববার ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত রিপোর্ট পেলেই মৃত্যুর কারণ জানা যাবে।

Exit mobile version