Site icon Jamuna Television

নিজের দলে ঐক্য প্রতিষ্ঠা করুন, বিএনপিকে তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বিএনপির উদ্দেশ্যে বলেছেন ‘আপনারা সবসময় সবদলকে ঐক্যবদ্ধ হবার কথা বলেন, কিন্তু নিজের দলের মধ্যেই ঐক্য নেই, আগে নিজের দলে ঐক্য প্রতিষ্ঠা করুন।’

শনিবার (২৯ মে) বিকেলে চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের বিশেষ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘বিএনপির নেতারা নাকি বলেছেন, সরকারের বিরুদ্ধে সবদলকে ঐক্যবদ্ধ হতে হবে। যে বিএনপির জন্মটাই অগণতান্ত্রিক অবৈধভাবে, তারা আবার অপরের বৈধতা নিয়ে কিভাবে কথা বলেন।

Exit mobile version