Site icon Jamuna Television

পঞ্চগড় সীমান্ত থেকে ভারতীয় ১ অনুপ্রবেশকারী আটক

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের সদর উপজেলায় সীমান্ত এলাকায় ভারত থেকে বাংলাদেশে অবৈধ ভাবে প্রবেশের দায়ে শম্ভু ভুঁইয়া (৪০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। শনিবার (২৯ মে) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার রতনীবাড়ি সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে রাতে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়। আটক শম্ভু ভুঁইয়া ভারতের হাজারিবাগ জেলার চাতলা থানার গৌরবপুর এলাকার চন্দন ভুঁইয়ার ছেলে।

বিজিবি জানায়, শনিবার বিকেলে নীলফামারী ৫৬ বিজিবির অধিনস্থ শিংরোড বিওপির নায়েক সুবেদার সরদার আজিজুর
রহমান তাকে সীমান্ত এলাকার পাকা রাস্তার উপর সন্দেহভাজন ভাবে চলাচল করতে দেখে। পরে কাছে গিয়ে পরিচয় জানতে চাইলে তার বাড়ি ভারতে বলে জানায়। এসময় বিওপি ক্যাম্পের সদস্যদের সহযোগিতায় তাকে আটক করে। আটকের পর তাকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে পঞ্চগড় সদর থানায় তাকে হস্তান্তর করা হয়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাছ আহম্মদ ভারতীয় নাগরিককে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে অবৈধভাবে পাসপোর্ট বিহীন প্রবেশের আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Exit mobile version