Site icon Jamuna Television

বন্দুকের বিরুদ্ধে মিছিল করলো স্কুল শিক্ষার্থীরা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় স্কুলে হামলার পর কঠোর অস্ত্র আইনের দাবিতে বিক্ষোভে অংশ নিয়েছে হাজারো মানুষ। শনিবার মেজোরিটি স্টোনম্যান ডগলাস হাই স্কুলের কাছে ফোর্ট লডারডেল এলাকায় বিক্ষোভ সমাবেশ করে স্কুলটির শিক্ষার্থীরা।

ফেডারেল আদালত এলাকায় সমাবেশ থেকে অস্ত্র আইন সংস্কারের আহ্বান জানানো হয় মার্কিন আইনপ্রণেতাদের।

মার্কিন গণমাধ্যম জানিয়েছে, হামলাকারী নিকোলাস ক্রুজ মার্কিন ন্যাশনাল রাইফেল এসোসিয়েশন ফাউন্ডেশনে অস্ত্র চালনার প্রশিক্ষণ নিয়েছিল। তরুণদের শ্যুটিং ক্লাবসহ এ ধরনের নানা কার্যক্রমে বিপুল অর্থ ব্যয়ে প্রকল্প চালিয়ে আসছে অলাভজনক সংস্থাটি।

এদিকে অস্ত্র আইন নিয়ে বিক্ষোভের মাঝেই মিয়ামিতে অস্ত্র প্রদর্শনীর আয়োজন করে তোপের মুখে পড়েছে আয়োজক সংস্থা ফ্লোরিডা গান শোজ।

ফ্লোরিডার স্কুলে নিহতের কবরস্থানে শ্রদ্ধা জানাতে এসেছে শিশুরা

নিহতদের কবর

‘অর্থের লোভই আমার বন্ধুদের হত্যার কারণ’

নিহতদের স্মরণে প্রার্থনায় হাজারো মানুষ

Exit mobile version