Site icon Jamuna Television

ফুটবলারদের পাশাপাশি রেকর্ড সংখ্যক কোচেরও দলবদল

আসন্ন মৌসুমের ট্রান্সফার উইন্ডোতে শুধু ফুটবলার নয়, রেকর্ড সংখ্যক কোচও দলবদল করতে যাচ্ছেন। এ তালিকায় রয়েছে য়্যুভেন্টাস, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, বরুশিয়া ডর্টমুন্ড, টটেনহ্যামের মতো ইউরোপের শীর্ষক্লাবগুলো।

বরাবরের মতো এবারও মৌসুম শেষ হওযার আগে গরম হয়ে উঠে ইউরোপিয়ান ফুটবলের দলবদলের বাজার। ফুটবল বিশ্বে প্রতিদিনই গুরুত্ব পাচ্ছে দল বদলিয়ে কে কোন ক্লাবে যাচ্ছেন, পারিশ্রমিকও বা কত নিচ্ছেন এসব নিয়ে সত্য-মিথ্যা নানা খবর। ভক্তরাও অপেক্ষায় থাকেন তার পছন্দের ক্লাবের আপডেট পেতে।

তবে এবার ঘটেছে খানিকটা ব্যতিক্রম। ফুটবলারদের দলবদলের খবর ছাপিয়ে রীতিমতো আকর্ষণের কেন্দ্রে কোচদের দলবদলের খবর।

শুধু ইতালিয়ান সিরি আ’তেই দল বদল করেছেন ১২ কোচ। আর মৌসুমে ব্যর্থতার কারণে চাকরি হারানো য়্যুভেন্টাসের আন্দ্রে পিরলো’র প্রসঙ্গ তো আছেই। লিগ চ্যাম্পিয়ন হয়েও ইন্টার মিলানের দায়িত্ব ছেড়ে নতুন ক্লাবের অপেক্ষায় অ্যান্তোনিও কন্তে শুধু কি ইটালিতে, কোচ বদলের হিড়িক লেগেছে স্পেনেও। কারণটা অজানা হলেও রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা দিয়েছেন জিনেদিন জিদান।

নিশ্চিন্তে নেই বার্সেলোনার কোচ কোম্যানও। এরই মধ্যে কাতালান ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে মৌসুম শেষে তার কাজে মূল্যায়ন করে ক্লাবে তার ভবিষ্যত নির্ধারণ করা হবে।

পিছিয়ে নেই জার্মান লিগও। বুন্দেসলিগায় সব মিলিয়ে এবার পাল্টে যাচ্ছে ১০ ক্লাবের কোচ। বায়ার্ন মিউনিখের মাস্টার মাইন্ড হ্যান্সি ফ্লিক নিতে চলছেন জাতীয় দলের দায়িত্ব। তাই নতুন কোচ নিয়ে ভাবতে হচ্ছে তাদেরও।

ইংলিশ প্রিমিয়ার লিগেও নেহাত কম নয় কোচদের দলবদলের সংখ্যাটা। এরই মধ্যে মরিনিয়োরকে বিদায় দিয়েছে টটেনহ্যাম। শুন্যস্থানে ফ্রান্স থেকে পচেত্তিনোকে উড়িয়ে আনলে পিএসজিকেও সন্ধান করতে হবে নতুন কোচের।

সব মিলিয়ে ইউরোপের আগামী মৌসুমে দল গোছানোর আগে ঘর গোছাতেই ব্যস্ত সময় কাটাতে হচ্ছে ক্লাব কর্তাদের।

Exit mobile version