Site icon Jamuna Television

উত্তরপ্রদেশে বিষাক্ত মদপানে মৃত্যু হয়েছে অন্তত ২২ জনের

ভারতের উত্তরপ্রদেশে বিষাক্ত মদপান করে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েছে আরও অনেকে। স্থানীয় হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার আলিগড় জেলায় কিছু মানুষ স্থানীয়ভাবে তৈরি মদ খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে। সেই দিনই মারা যায় ১৫ জন। শুক্রবার মৃত্যু হয় আরও ৭ জনের।

এ ঘটনার সাথে জড়িত অন্তত ৫ জনকে আটক করেছে পুলিশ। সিলগালা করে দেয়া হয়েছে ৫টি মদের দোকান। কী কারণে মৃত্যু হলো তা জানতে এরই মধ্যে বেশ কিছু দোকান থেকে মদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

Exit mobile version