Site icon Jamuna Television

করোনায় ভারতে একদিনে সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যু

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ৩৬১৪ জন মানুষের মৃত্যু হয়েছে। যদিও তিন সপ্তাহের ব্যবধানে দৈনিক শনাক্তের হার কমেছে ৫০ শতাংশ। গতকাল শনিবার (২৯ মে) দেশটিতে নতুন করে ১ লাখ ৭৪ হাজার ৪১ জন করোনা শনাক্ত হয়েছে যা দেড় মাসের মধ্যে সবচেয়ে কম।

করোনাভাইরাস মহামারিতে দেশটির মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৩ লাখ ২৬ হাজারে। এই মুহূর্তে করোনা পজেটিভ দেশটির ২১ লাখ ২০ হাজারের বেশি মানুষ। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ২ কোটি ৭৮ লাখ ৯৩ হাজারের ওপর।

শনিবার আবারও সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হয়েছে তামিলনাড়ুতে। এদিন ৩০ হাজারের বেশি মানুষ করোনা পজেটিভ শনাক্ত হয়েছে রাজ্যটিতে। ৪৮৬ জনের মৃত্যুতে দৈনিক প্রাণহানির শীর্ষেও রাজ্যটি। শনিবার ২০ হাজারের ওপর সংক্রমিত শনাক্ত ও ৪৪৩ জনের মৃত্যু হয়েছে সেখানে।

কেরালায় সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে ৯ জুন পর্যন্ত।

রাজধানী দিল্লিতেও লকডাউনের মেয়াদ বেড়েছে ৭ জুন পর্যন্ত।

Exit mobile version