Site icon Jamuna Television

চীনে ৩২ করোনা রোগী শনাক্তের পরে ফের গণপরীক্ষা শুরু

চীনে আবার শুরু হয়েছে করোনার গণপরীক্ষা। গত কয়েকদিনে গুয়াংডং প্রদেশে করোনার ভারতীয় ধরণ শনাক্তের পর এ সিদ্ধান্ত সরকারের।

শুক্রবার পর্যন্ত গুয়াংডং প্রদেশে ৩২ করোনা রোগী শনাক্ত হয়। এর পরই শুরু হয়, প্রদেশটির গুয়াংজও ও ফোশান শহরের বাসিন্দাদের করোনা পরীক্ষা। সংক্রমণ ঠেকাতে বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। স্থগিত করা হয়েছে কিন্ডারগার্ডেনসহ সকল ধরণের স্কুলের শিক্ষা কার্যক্রম।

চীন সরকারের বর্তমান কৌশল, ছোট সংক্রমণ দেখা গেলেই পুরো এলাকার বাসিন্দাদের করাতে হবে করোনা পরীক্ষা। শনিবার পর্যন্ত গুয়াংডং প্রদেশের প্রায় সাড়ে নয় মিলিয়ন মানুষকে দেওয়া হয় করোনার টিকা। নতুন নীতিমালা অনুযায়ী টিকা নেওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে টিকা প্রত্যাশীদের।

Exit mobile version