Site icon Jamuna Television

‘জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বিমানবাহিনী’

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দায়িত্ব পালনে বিমানবাহিনী গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে জানিয়েছেন বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।

আজ রোববার (৩০ মে) সকালে ঢাকা সেনানিবাসে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। মধ্য আফ্রিকান রিপাবলিকানগামী বিমানবাহিনীর একটি কন্টিনজেন্ট সদস্যদের প্রয়োজনীয় ব্রিফ করেন বিমানবাহিনী প্রধান। বিমানবাহিনীর ১২৫ জন সদস্য যাচ্ছেন মধ্য আফ্রিকান রিপাবলিকানে শান্তিরক্ষা মিশনে। এ মিশনে নাইটভিশন প্রযুক্তি ও সমরাস্ত্র ব্যবহার উপযোগী ৩টি হেলিকপ্টার ও গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট ব্যবহার করা হবে। এ সময় বিমানবাহিনী প্রধান জাতিসংঘের মিশনে যাওয়া সদস্যদের সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে পালনের আহবান জানান। মিশনের সাফল্য কামনায় মোনাজাত করা হয়।

Exit mobile version